Posts

Showing posts from May, 2015

স্কুল জীবন

প্রাইমারী শেষে আমরা সবে…উঠেছি হাই স্কুলে,  পৃথিবীকে দিলাম এই সংবাদ…..দুনিয়া মাথায় তুলে। হট্টগোল আর উল্লাশ দেখে….লোকে চায় বাঁকা চোখে,  কে আছে তখন জগতে এমন…আমাদের গতি রুখে। বড় হয়ে গেছি আমরা সবাই….এই ভাবনাতে ডুবে। উত্তর থেকে দক্ষিণে যাই...পশ্চিম থেকে পূবে। সব বন্ধুর একরঙা মন….সবাই এক দলে। লোকে আমাদের এক নামে চেনে..বিচ্ছু বাহিনী বলে। আমার ছিল রোল নং দুই….সুনীল আমার পরে। পড়া না পারার অপরাধে সিধু…..দুটি কান রয় ধরে। সুনীলের সেই একরোখা জেদ….রোল নাম্বার নিয়ে। ওর প্রার্থনা সামনে যাবেই….আমাকে টপকে গিয়ে। বীরবল ছিল ক্লাস ক্যাপ্টেন….জোর নেই মোটে গায়ে। বিপদ এড়িয়ে চলে প্রতিদিন…..গুটিসুটি দুটি পায়ে। রোহিতের বুকে ক্রিকেট নিয়ে…..আকাশ সমান আশা, কথায় কথায় ওর মুখে…..শত ধারাভাষ্যের ভাষা। ঘুমের ঘোরে হাউ ইস দেট বলে…..চিৎকার করে ওঠে। ক্রিকেট ম্যাচের গন্ধ পেলে ….দৌড়ে সেখানে ছোটে। অভিক বড় অভিমানী হয়ে….পড়ে কবিতার প্রেমে, সপ্নক্ষুধায় দু চোখ লুকানো….চশমার কালো ফ্রেমে। আড্ডা পেলে সব ভুলে যেত…..ডানপিটে হিমালয়। ওর আগে কেউ আসর জমাবে….তা কভু হবার নয়। তুর্য থাকতো সব কিছুতেই…যথারীতি সবার শেষে। রাজ্যটাকে জয় করে নি...