Posts

Showing posts from February, 2016

আমার ভায়ের রক্তে রাংগানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি..........

Image
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা বাঙ্গলী জাতির হৃদয়ের ভাষা প্রিয় বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে ছিনিয়ে এনেছিল আমার প্রিয় বাংলা ভাষা। আমার ভায়ের রক্তে রাংগানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি..........

নিষ্ঠুর অভ্যাস ...

মানুষের সাথে মানুষের জীবনভর জানাশোনা হবে,বন্ধুত্ব হবে,প্রতিনিয়ত আরেকটি মানুষের উপর নির্ভর করতে হবে-এই হচ্ছে জীবনের অবিচ্ছেদ্য,চির স্বাভাবিক নিয়ম... কারো আগমন ক্ষনিকের জন্য,কারো হয়তবা ক্ষনিকের চেয়ে একটু বেশিই থাকা হয়... কিন্তু কেউই চিরজীবন সাথী থাকেনা... প্রিয় বন্ধু,মা-বাবা,ভাই বোন,আত্বীয়... এমনকি জীবনসাথী বিশেষত্বের মানুষটিও.... একদিন হোক একাধিক প্রহর হোক,বর্তমান থেকে অতীত হলেই কি সে আর মস্তিষ্কের পুরাতন বাকসো টা থেকে বেরিয়ে যায়?হারিয়ে যায়?ভুলে যাওয়া হয়?নাকি কোনো এক সকালে,বিকেলে চা খেতে খেতে,কিংবা রাতে হঠাত ঘুম ভেঙ্গে গেলে বাকসো টা থেকে টোকা দিতে থাকে এক একটি মানুষ,এক একটা স্মৃতি স্বতন্ত্র ভঙ্গিমায়! মনে হয় যেন চলে গিয়েই মানুষগুলো থেকে যায় জীবনজুড়ে... স্থায়ীভাবে ....! "চলে গেলে মনে হয় তুমি এসেছিলে, চ'লে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো" মানুষের এ এক চির পুরাতন অভ্যাস!নিষ্ঠুর অভ্যাস ...!