Posts

Showing posts from March, 2016

নারী দিবস

নারীদেহ চিনো? দেখলে মাথা ঘুরায়, নেশা নেশা লাগে! পৃথিবীর কোন নেশাই এর ধারেকাছে নেই। চুল থেকে ধরে পায়ের পাতা,,,,,, সুঢৌল বক্ষ, প্রশস্ত কোমর, গভীর নাভিকূপ, গালের টোল, লাল ঠোঁটে যেন লাল গোলাপ, শরিরে মহুয়ার গন্ধ, মৃগনাভি কস্তুরির গন্ধকে হার মানায়। এই অনুভূতিটুকু না থাকলে তুমি পুরুষ না। সাইকোলজির ভাষায় তুমি মরা! মেডিকেলের ভাষায় নপুংসক, সমাজের ভাষায় হিজরা! তাই এটা স্বাভাবিক! কেউ মুখ ফুটে বলে না যে তার খারাপ লাগছে, কিন্তু অনুভব করে! হয়তো এরই নাম শালিনতা, ভদ্রতা, সভ্যতা। কিন্তু কেউ যদ ি বলে, আমি নারীদের পছন্দ করি না! তাদের দেখে আমি পাগল হয় না। আমার কোন ভাব জাগে না-- তবে সে ডাহা মিথ্যা কথা বলছে। না, পর্দার ও দোষ না! একজন জন্মগত অন্ধলোকের ও সেইম অনুভূতি কাজ করে। এটা ন্যাচারাল, এই অনুভূতি টুকু একটা বিশেষ হরমোন। এটা না থাকলে আপনি বাবা বা মা হতে পারবেন না। তাই প্রেম ভালবাসার সৃষ্টি, আর এর মাঝেই জীবের জন্ম মৃত্যুর রহস্য নিহিত। জগতের সকল প্রাণী, এমনকি উদ্ভিদের মাঝেও একই সূত্র কাজ করে! আমরা যাকে বলি পরাগায়ন। কিন্তু মানুষ আর অন্য প্রাণীর মাঝে পার্থক্য হলো ডিসিপ্লিন! মানুষ বহুগামি হলে সমাজ...