বেকার মূলত দুই প্রকার! যথা:- ১) শিক্ষিত বেকার! ২) অশিক্ষিত বা অক্ষর জ্ঞান হীন বেকার। শিক্ষিত বেকার আবার তিন প্রকার! যথা :- ১) লাজুক বেকার। ২) আলসে, নেশাগ্রস্থ, কাজকর্মে অনিচ্ছুক বেকার। ৩) বুদ্ধিজীবী বেকার। লাজুক বেকার :- করিতে পারিনা কাজ, সদা ভয় সদা লাজ টাইপের! শিক্ষিত হয়ে কেউ ধানের বস্তা ভাঙ্গাতে চালকলে যায়? হাসমুরগী পালে? যদি এগুলাই করতে হয়, তবে লেখাপড়া করলাম কেনো? অর্থাৎ এদের মনে এই নীতিকথা চেপে গেছে, " লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে!" আলসে বেকার:- কি হবে কাজ করে? টাকা পয়সা দিয়ে কি হবে? বাবার ব্যবসা ত আছেই? ভাই ত চাকুরী করেই, মামা বিদেশ! অর্থাৎ, তারা ভাবে কেউ না কেউ তাদের বসিয়ে বসিয়ে খাওয়াবে। এইভাবে বসে বসে ঘুণে ধরে, পরে ফেন্সি গাজা খেয়ে খেয়ে দার্শনিকের মতো মা বাবা আর সরকারের গোষ্ঠী উদ্ধার করে! বুদ্ধিজীবী বেকার :- ত যা বলছিলাম, কারা এই বুদ্ধিজীবী বেকার জানেন? যারা সব ধরনের বিদ্যা পাস, অর্থাৎ রাজনীতি, অর্থনীতি, ধর্মশাস্ত্র, ভূগোল, ইতিহাস, সাহিত্য, দর্শন, মহাবিশ্ব, চিকিৎসা বিজ্ঞান তথা এমন কোন বিদ্যা নেই যে উনাদের যানা নে...