বাস্তব জীবন আর প্রেম

একটা বয়স পর্যন্ত ছেলেরা প্রেমে পড়ে মেয়েদের সুন্দর চেহারা, কিউটনেস দেখে। তবে বেশির ভাগ রিলেশন গুলোই হয় "একটা গার্লফ্রেন্ড না থাকলে ইজ্জত থাকেনা" টাইপের মেন্টালিটি থেকে। পিউর ডেসপারেশন, একটু কথা, একটু চ্যাট থেকেই প্রেম!! কি আজিব!! কিন্তু তারপর একটা সময় আসে যখন বাইরের চেহারার সাথে সাথে ভেতরের মানুষটাকেও দেখে নিতে ইচ্ছে করে- ছেলেদের তখন "মেয়েটা আমার গার্লফ্রেন্ড" হবে এই চিন্তাটা আর এনাফ মনে হয় না, "মেয়েটা আমার স্ত্রী হিসেবে কেমন হবে?" এই চিন্তাটাও উঁকিঝুঁকি দিতে থাকে!!
.
পড়াশুনা প্রায় শেষের পথে থাকা বা নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়া ছেলেটা তোমার ঐ দামী মেক-আপ আর ঝলমলে পোষাক দেখে মুগ্ধই হবে শুধু মেয়ে, একটু ফ্লার্টও হয়তো করবে ... কিন্তু সে প্রেমে আর পড়বে না। তার হৃদয়টা এতদিনে শীতল হয়ে গেছে ... সে একজন জীবন-সংগীনি খুঁজছে বুঝছো? গার্লফ্রেন্ড নয় ... সে জানতে চাবে না তোমার প্রোপিকে কয়টা লাইক পড়ে, সে তোমার হাতের রান্নার স্বাদ চাখতে চাবে, রাত জেগে অর্থহীন রোমান্টিক গালগল্প না করে তার কথায় বারবার তার মা-বাবা পরিবারের কথা, ভবিষ্যতের স্বপ্নের কথা চলে আসবে!! ছেলেটা আর প্রেম-টেম করতে চায় না মেয়ে, সে "তোমাকে আমি ভালোবাসি" বলে প্রপোজ করবে না, তার বদলে বরং বলবে "আমার আম্মু তোমাকে যে কি পছন্দ করবেন!!" 

Comments

Popular posts from this blog

দাম দিয়ে কিনেছি বাংলা

আব্রাহাম লিংকন এর চিঠি

একটি মূহুর্ত...