লীগ সমাচার

অলিতে গলিতে ঝুলছে 'তরুণ লীগ' 'অবিভাবক লীগ' 'নাগরিক লীগ' 'তৃণমূল লীগ'
 'উদ্যোক্তা লীগ' 'শিশু কিশোর লীগ' 'আহত মুক্তি যোদ্ধা লীগ' 
এর মত বহু ভূঁইফোড় সংগঠনের ব্যানার।
যারা বঙ্গবন্ধুর নীতি আদর্শকে বিক্রি করে খাচ্ছে।
আমার তো মনে হচ্ছে , কোনদিন বাংলাদেশের গরু ছাগল গুলোও 
'আওয়ামী তৃণভোজী লীগ' নামে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গড়ে তুলবে।

Comments

Popular posts from this blog

দাম দিয়ে কিনেছি বাংলা

আব্রাহাম লিংকন এর চিঠি

একটি মূহুর্ত...